এক মুঠো ভাত কিংবা এক টুকরো রুটি নয়
আমাদের লড়াইয়ের নাম- ধর্ম
উপযুক্ত শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা নয়
আমাদের লড়াইয়ের নাম- ধর্ম
মূল্যবৃদ্ধি বেকারত্ব কিংবা পুঁজিবাদ নয়
আমাদের লড়াইয়ের নাম সেই যদি হয়― ধর্ম
টায়ার পোড়া ঘন কালো ধোঁয়ার মতো হবেই
আমাদের ভবিষ্যৎ । নিশ্চিত ।