যতবার কালো মেঘের মতো
আত্মহত্যার ভাবনা মাথায় এসেছে
মনের ভেতর ততবার
রোদের মতো উঁকি দিয়েছে একটা কবিতা ।
সে কবিতা শান্ত গলায় বলেছে―
'আমায় একটু প্রাণ দিও'
আমি তখন সে কবিতাকে প্রতিমা শিল্পির মতো সাজাই
মাটি দিয়ে
রঙ দিয়ে
অলংকার দিয়ে
অবশেষে প্রাণ প্রতিষ্ঠা করি ভালোবাসা দিয়ে ।
আর এই ভাবে কবিতার অবয়ব গড়তে গড়তে
আমি বারে বারে ভুলে যাই সব আত্মহত্যার ভাবনা।
বেঁচে উঠি কবিতার মতোই একটা নতুন প্রাণ নিয়ে ।