ক)
বেকার জীবনের সব থেকে বড় সম্পদ
ব্যর্থ প্রেমের সার্টিফিকেট,
যা হৃদয় ফাইলে
অনেক যত্নে আজীবন বন্দি হয়ে থাকে।
খ)
বেকার জীবন রান্নার কড়া পরিষ্কার করা
ন্যাতাটার মতো ।
যে যেমন ভাবে পারে নাড়ে
ব্যবহার করে। আবার অবহেলাও করে ।
শুধু
ন্যাতাটার বোবা কষ্ট কেউ বোঝে না!
কেউ না !
গ)
বেকারত্বের ব্লেডে হৃদয় যখন হয় ফালাফালা।
চারিপাশের আকাশ সুরহীন রঙহীন ভীষণ মেঘলা ।।
ঘ)
বুকের ভেতর শত শত ক্ষত;
শত শত গর্ত,
যার ভেতর কাঁকড়ার মতো জীবিত
বেহিসাবি বেকারত্ব ।