সমাজ ব্যবস্থার কালো বড়শিতে
শিরে কাঁটা বিদ্ধ টোপরূপী পুঁটি মাছের মতো
ছটফট করছি বেকারত্বের পুকুরে ।
চোখ থেকে খসে পড়ছে স্বপ্নের নক্ষত্র,
বুক থেকে চুপসে যাচ্ছে আশার বেলুন।
আশেপাশে ঘুরছে শোল মাছের মতো মৃত্যু
অথচ গিলছে না শরীর ।
মৃত্যুরও আজ যেন মৃত বানাতে অরুচি ।
*********