কালি পড়া চিমনির ফানসের মতো ক্রমশ
ঝাপসা হচ্ছে আজ হৃদয়ের স্বপ্নগুলো ।
পড়ে আছি নিভে যাওয়া প্রদীপের
সলতের মতো বেকারত্বের বিছানায় একলা।
ভাঙা পাঁচিলের ফাটলে শাঁখামুঠি সাপের
জিবের মতো উঁকি দিচ্ছে মাঝে সাঝে দীর্ঘশ্বাস।
বুকে ব্যর্থতার বোতাম টিপছে দুর্নীতির আঙুল।
অথচ ইচ্ছেছিলো সাফল্য নামক প্রজাপতিটার
রঙিন ডানায় চড়ে একদিন মেখে নেব
নিখাদ খুশির ঝুরো ঝুরো বৃষ্টি।
কুড়িয়ে নেব বকুল ফুল কুড়ানো
বালিকার মতো সুখের সৈকত ভূমি থেকে
মুঠো ভর্তি স্বস্তির ঝিনুক। আর ছড়িয়ে দেব
সব নিঃসঙ্গতার সব শূন্যতার জমিতে
কলরবের বীজ ।
আজ সে সব ইচ্ছেরা
শিরিষ-তেঁতুল-বাবলা পাতার মতো
আলোকহীনতায় বুজিয়েছে তাদের হাত।
তবুও চেষ্টা আছে। চেষ্টা ছিলো। চেষ্টা থাকবেও
ফাঁসজালে আঁটকে ছটফট করা ইলিশের মতো
এ জাল ছেঁড়ার ...