পিচ ঢালা রাস্তার মতো আজ
স্বপ্নের রঙ কালো । যার উপর দিয়ে
হেঁটে যাচ্ছে নিরাশার ঝুড়ি মাথায়
মন খারাপির শ্রমিক।
বুকে একাকীত্বের হলকা হাওয়ায়
ঝলসে গেছে সুখের সবুজ পাতার ঠোঁট।  
অসহায়ত্বের চুলছাঁটা ন্যাড়া রোদে  
শুকিয়ে সজনে ডাঁটা হয়েছে চড়ুই চঞ্চল মন ।  
একটু জল খুঁজছি -
পাহাড়-সম কষ্ট ভোলার  
বালুকণা জমাট ক্লান্তি ভোলার  
খাঁ খাঁ বেকারত্বের তপ্ত যন্ত্রণা ভোলার ।

অথচ বহু প্রচেষ্টায় আজকাল দু-একটা
আশার টিউয়েলের দেখা মিললেও, তাতে
অতিমাত্রায় মিশে আছে দুর্নীতির আর্সেনিক ।


          *********