রূপমের ভাই অনুপম শুধু এম.এ নয়
একধাপ এগিয়ে বি.এড ও পাশ করেছিলো ।
আর তারই ফলস্বরূপ সেও আজ বন্দি
বেকারত্বের কারগারে।
তবে
অনুপমের ভাগ্য একটু ভাল কিনা জানি না !
তাকে আজ এ কঠিন কারাগার থেকে
জামিনে মুক্ত করতে এসেছে
তেলেভাজা শিল্প ও ই-রিক্সা প্রকল্প ।
অথচ বি এড পাশ করা অনুপম
কাউকেই দেখাতে পারছে না
তার বুকের ভেতর
একটা দগদগে কাটা দাগ আছে ।
**********