হাতে চাকরি নামক একমুঠো চাল
অথচ একটা গোটা গ্রাম খাওয়ানোর প্রতিশ্রুতি ।
কার ভাগ্যে জুটবে ভাতের কণা জানা নেই ।
তবুও
নির্দিষ্ট বয়ানের ফর্মটা
ফিলাপ করব করব বলে শেষ তারিখ
পেরিয়ে গেলো ...করাই হল না!
কেননা ফর্ম পূরণের জন্য অনেক কষ্টে
জোগাড় করা পাঁচশ টাকায়
আমি আমার অসুস্থ মায়ের ওষুধ কিনে ফেলেছি ।
*****************