উপরে চক্কর কাটছে দুর্নীতির চিল।
উদ্বিগ্নতার উপত্যকায় হাঁটু মুড়ে বসে আছে
সাফল্যের জল না পাওয়া আধ মরা স্বপ্নরা।
এই বুঝি মাছ ধরা মাছরাঙার মতো
ছো মেরে তুলে নিয়ে যাবে ওদেরও।
চোখের উপর নবীন জলপ্রপাত নামে ।
বুকে মুহূর্তরা অনবরত চালায় হতাশার র্যাঁদা ।
তবু
নীরবতার তিলক কাটা রাতে
নিজেই নিজের ভেতর সান্ত্বনার গাছ পুঁতি;
এবং নিজেকে বোঝাই-
একটা পাথুরে জমিতে বেঁচে থাকা
গাছের শেকড়ের মতন শত দুঃখ-কষ্ট সয়ে
অক্লান্ত প্রচেষ্টায় লড়াই করে একটু একটু
জল শুষে এনে; উপরে ফোটাতে হয়
সফলতার ফুল, সুখের সবুজ পাতা ।
আর শুষে নিতে হয়
ধীরে ধীরে বেকারত্বের কার্বন ডাই অক্সাইড ।