কেরোসিন তেলের তবড়ানো মগের মতো
অযত্নে অবহেলায় পড়ে আছি একলা একা।
পড়ে আছি ধুলোমাখা শরীরে সিঁড়ির নীচে কিংবা
অন্ধকার কোনো এক ঘরের কোণায়।
অথচ এ বুকের ভেতরও আছে অনেকটা স্বপ্ন।
আছে জীবনকে একটু একটু করে
অনেকটা আলোকিত করে তোলার রসদ।
সমাজকে সুস্থতার উত্তাপের নিচের রাখার শপথ।
কিন্তু আজ কারা যেন বুকের উপর বেকারত্বের স্ট্যাম
মেরে অভাবের সুযোগ নিয়ে রাতে কিনে নিয়ে যায়
আমাদেরকেই- পাশের গ্রামের ঘর বাড়ি জ্বালাতে,
মানুষ পোড়াতে, এমন কী এলাকা দখল নিতে।
শুধু আমরাই পোড়াতে পারিনি এখনো ওদের কালো হাত।