বুকের উপর একটা কুড়ুল কোপের যন্ত্রণা ।
পিঠের দেওয়ালে আকাঙ্ক্ষার আঠায় সাঁটানো
একটা অদৃশ্য বেকারত্বের বিজ্ঞাপন-
কাজ চাই! কাজ চাই ।
এ অফিস থেকে ও অফিস
লাট্টুর মতো ঘুরছি সারাটা দিন মুহূর্তদের আঙুল ধরে।
সর্বত্রই খালি নেই! খালি নেই! কর্মখালি নেই!
নো ভ্যাকেন্সি ।
কেউ কেউ আবার চশমার কর্কটক্রান্তি রেখার
উপর দিয়ে লোলুপ দৃষ্টির রোদ ফেলে বলে-
কি ভাই কিছু ডোনেশন দিতে পারবে তো?
আমি ঠোঁটের উপর
কোনো শব্দের ডাল না ঝাঁকিয়ে
চুপচাপ পালিয়ে আসি। বসি ইট পোড়ার মতো
হৃদয় নিয়ে ফুটপাতে গাছের তলায় ।
হঠাৎ-ই কোথা থেকে কাগজ কুড়ানো
একটা ছোট্ট মেয়ে আমার দিকে এসে
তার অভাবের গ্রীষ্মদগ্ধ হাত পাতলো।
আমি তার করুণ চোখে চোখ রাখতে পারছিলাম না।
বুক পকেট থেকে
একটা দশ টাকার নোট বের করলাম ।
আর বের করতেই
চোখ পড়ল গান্ধীজীর ছবিটার দিকে ...
মনে মনে শুধু বললাম -
এটাই বুঝি আমাদের স্বাধীন দেশ!!
**************