তুমি বললে―
এখানে ভালোবাসা নেই
এখানে শুধুই মৃত্যুর পিঠে ঠেকে মৃত্যুর বুক।
কান্নার চোখে জমে কান্নার দানা।
রক্তের উপর হাঁটে রক্তের তৃষ্ণা।
এমন কী নেই কোনো শীততাপ নিয়ন্ত্রিত ভবিষৎ।
তবুও আমি দেওয়াল জুড়ে ঘুরে বেড়ানো
টিকটিকি গুলোর পেটের ভেতর
সাদা সাদা ডিম দেখতে পাই।
যার ভেতর ঘুমিয়ে আছে
লড়াই করে বেঁচে উঠার বেঁচে থাকার শপথ।
*******