চোখের পাতায় বসন্ত সাজাই
প্রেমের পালকে লিখি পদ্য,
হৃদয় মন্দিরে তুমিই দেবতা
তুমিই আমার আরাধ্য ।
ভালোবেসে যাব আজীবন
বিশ্বাসের দ্বীপ জ্বেলেছি অন্তরে,
এমনি করেই পাশে থেকো তুমি
জীবনের রোদ-বৃষ্টি-ঝড়ে ।
অনেকটা পথ পেরিয়েছি দুজন
বাকি পথটাও হাঁটবো একসাথে,
চাঁদ হয়ে দিও জ্যোৎস্না তুমি
হাত রেখো এই হাতে ।
সম্পর্ক আরও সজীব হোক
পূর্ণতার স্পর্শ পাক দুটি প্রাণ,
সব স্বপ্নকে সত্যি করে
গেয়ে যাবো জীবনের গান ।