তোমার পাঠানো মেঘ চিঠিটা
যেই খুলেছি আজ বিকেলে
শব্দরা সব পড়ছে ঝরে বৃষ্টি হয়ে।
তোমার পাঠানো ধ্রুবতারার প্ৰদীপটা
যেই জ্বেলেছি সন্ধ্যার কোলে
স্বপ্নরা সব হাসছে বুকে জোনাক হয়ে।
তোমার পাঠানো চাঁদ কৌটোটা
যেই রেখেছি রাতের বেলা আকাশ টেবিলে
খুশিরা সব পড়ছে ঝরে জ্যোৎস্না হয়ে।
তবু অনেকদিন হলো হয়নি দেখা
হয়নি হাঁটা একই সাথে দুজন মিলে;
রয়ে গেছি আজও শুধু ভালোবাসায় বাঁধা হয়ে।