বুকের উপর লিখলাম―ভাত
তুমি পিঠের উপর স্বৈরাচারীর মতো
বসিয়ে দিলে সপাং সপাং করে বেত্রাঘাত
থালা বাড়িয়ে চাইলাম― ভাত
তুমি এক কোপে গাছে ডালের মতো
নির্দয় ভাবে কেটে দিলে হাত
গলা উঁচিয়ে বললাম― ভাত চাই ভাত
তুমি লাল আগুন চোখে জিজ্ঞেস করলে―
আগে বল তোর ধর্ম কী ? কোন জাত ?
বললাম―
খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে
ভাত দাও ভাত
খিদের কোনো ধর্ম নেই
ভাতের নেই কোনো জাত
হে রাষ্ট্র― আজ ভাত দাও ভাত ।
০৬.০৬.২০২০