মহাকালের রাস্তায়
মহামারী একটা বাম্পারের মতো ।

একটু শ্লথ গতি
একটু সতর্ক হয়ে বসা
আর একটু ঝাঁকুনি
সামলে নিতে পারলেই
জীবনকে সাথে নিয়ে আবারও ঠিক
স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে যাবে সভ্যতা ।


✍️০৫.০৫.২০২০