চিলেদের চিৎকারে স্তব্ধ কোকিলের ডাক।
মাকড়শার জালের আধিপত্যে রুদ্ধ
ফড়িং প্রজাপতির স্বতঃস্ফূর্ত ঘোরাফেরা ।
নেকড়েদের থাবার দাপটে ক্ষেতের পাশে
এখনো পড়ে আছে রক্তাক্ত হরিণীর দেহ ।
কিংবা প্যাঁচার নিঃশ্বাস এখনো নগ্নতার
নকশা কাটছে মেঠো ইঁদুরের গর্তের উপর ।
অথচ দ্যাখো চারিপাশে কোনও ঝড় নেই
কোনও বজ্রপাত নেই, নেই অগ্ন্যুৎপাতও ।
সবাই কেমন আত্মকেন্দ্রিকতার খাঁচায়
নিজেকে বন্দী রেখে ব্রয়লার মুরগীর মতো
চুপচাপ গা সেঁকছে স্বার্থবাদের বাল্বে ।
মাঝে মধ্যে চোখ তুলেছে আবার নামিয়ে
খুঁটে খাচ্ছে ভীরুতার দানাপানি।
********
(যুগ সাগ্নিক )