ঘড়ির কাঁটার চোখ রাঙানিতে
এখন হয়তো তুমি হন্তদন্ত হয়ে বেরচ্ছ অফিসে।
বিপদের পিঠ মাড়িয়ে
ঝুঁকির তোয়াক্কা না করেই উঠছ চলন্ত ট্রামে ।
কাজ করছ । ছাত্র পড়াচ্ছ। পথের উপর
হাঁটু-মুড়ে বসে থাকা পড়ন্ত রোদ ছুঁয়ে আবার
ঘরে ফিরছ । রান্না করছ । প্রিয় জনের সাথে
গল্পে মাতছ । সংগ্রামের সুতোয় সেলাই করছ
একফালি চিরহরিৎ সংসার ।
শুধু একটা খামখেয়ালি ছেলে
তোমার এ সব ব্যস্ততার কথা ভাবতে ভাবতে
তোমার বিরক্তির কারণ হতে না চেয়ে ―
তার না বলা অনেক কথাই
টাইপ করার পরও মুছে ফেলছে ব্যাকস্পেসে।
যে ব্যাকস্পেস আসলে
নিজেকে সংশোধন ও সংযত করে নেবার একটা পথ।