ওরা তলোয়ার ফুঁড়ে ফুঁড়ে গাঁথছে লাশের মালা।
তবুও আমরা আমাদের সাহসিকতার ঘরে
লাগিয়ে রেখেছি মস্ত বড় এক ভীরুতার তালা।
ওরা মিসাইল ছুঁড়ে ছুঁড়ে করছে চারিপাশ দখল।
তবুও আমরা চুপচাপ দুটি কানে তুলো গুঁজে
ব্যক্তিকেন্দ্রিকতার কুয়োতে মুখ গুঁজে আছি কেবল।
ওরা বোমা ফেলে ফেলে করছে সারা পৃথিবী গ্রাস ।
তবুও আমরা জোটহীন ঝড়হীন অগ্নিহীন
যেন ক্রীতদাসের মতন বেঁচে থাকাই অভ্যাস ।
ওরা চাবুকও মেরে মেরে আঁকছে বর্বরতার রক্ত নদী।
তবুও পিঠ পেতে দেওয়া হায়! অবলার মতো;
হাহাকারের সুড়ঙ্গ কেটে বেঁচে থাকা নিরবধি ।
ওরা যদি হয় আজ বোমা-বুলেট-বন্দুকের গর্জন ।
আমরা বা তবে কেন নয় কুঠার-করাত-কাস্তের ফণা?
বাঁচার জন্য লড়াই চাই, চাই প্রতিবাদেরই বিস্ফোরণ।
****a***
প্রকাশিত- হফতা উসুল ১৩৩।