না আর কোনো কথা নয় !
এবার ধীরে ধীরে ―
মেঘের ঢাল বেয়ে গড়িয়ে পড়া
নরম রোদ্দুরের মতো
এ চোখের উপর রাখো চোখ ।
চলন্ত ট্রেনের কামরায়
ঝুলন্ত হাতল ধরার মতো
এ হাতের উপর রাখো হাত ।
বর্ষার প্রথম বৃষ্টি
সবুজ পাতা স্পর্শ করার মতো
এ ঠোঁটের উপর রাখো ঠোঁট ।
আজ আমি তোমার
অভিমানের অ্যাকুয়ারিয়ামে
ভরে দেবো রঙিন ভালোবাসার মাছ ।
যে মাছ তোমায় শোনাবে-
মুক্তো ভর্তি ঝিনুকের গল্প ।