উনুনের মুখে মাকড়সার ফাঁদ
আগুন জ্বলেনি গত একসপ্তাহ
মুখের চৌকাঠ টপকেছে
যৎসামান্য টকপান্তা চোঁয়ামুড়ি
বাচ্ছাগুলোর চোখের উপর শুকানো নদীর দাগ

এদিক ওদিক থেকে
খুঁটে আনা প্রাকৃতিক রসদেই
কোনো রকমে খুলছে খিদের গিঁট
দীর্ঘশ্বাসের ডাস্টারে মোছা হচ্ছে যন্ত্রণার অক্ষর  

তবুও উঠনে উবু হয়ে বসে থাকা
পোয়াতি বউটির চোখে শুকতারার মতো জ্বলছে―
একটা সুস্থ শতক প্রসব করার দৃঢ় সংকল্প ।

✍️১৭.০৪.২০২০