রাতে হাঁড়ির অবশিষ্ট ভাতে
জল ঢেলে রাখার মতো তোমাকেও
সুখে সিক্ত রাখতে চেয়েছিলাম সারাজীবন।
চেয়েছিলাম তোমার মেঘলা মনের একলা আকাশে
চিত্রশিল্পীর মতো একটা রামধনু এঁকে দিতে ।
কখনো বা ভেবেছি সম্পর্কের সলতে পাকিয়ে
বিশ্বাসের প্ৰদীপে ভালোবাসার আগুন
জ্বালিয়ে রাখতে।
অথচ তুমি ঝড়কে সঙ্গী করে বয়ে গেলে
বুকে বিপর্যয়ের একটা বিরাট ক্ষত রেখে ।
হঠাৎ লোডশেডিং -এর মতো এক চাপ
ঘন অন্ধকার রেখে ।
আর আমি ফসল নষ্ট হয়ে যাওয়া ভাগচাষীর
ভাঁজ পড়া মুখের মতন বেদনা নিয়ে
বসে আছি নীরবতার নকশি কাঁথায় উবু হয়ে ।
হয়তো তুমি দখিনা হয়ে ফিরবে একদিন ।
সবুজ হবে সব, স্বপ্নের ফসল ফলবে আবারও ...