উৎসবের সব রং সব আলো
মুছে যাওয়ার পর,
যদি ঘিরে ধরে
বাবুই-এর পরিত্যক্ত বাসার মতো শূন্যতা,
কিংবা যদি ঘিরে ধরে
আধুলি হারিয়ে যাওযার মতো খুচরো বিষণ্ণতা,
তবে জেনো― তোমার সে একাকীত্বের দীর্ঘশ্বাসে
সেলাই হয়ে আছে আমার অস্তিত্ব.......!!