তোর অভিমানের ফণায় এখনো অনুরাগের বিষ
তাই তো দংশিত হতে চাই,মাঝে-সাঝে পারলে কাটিস।    
তোর মনের কোণায় জ্বলে এখনো স্বপ্নের সন্দীপন
দূরত্বের দুর্যোগে কি আর ভালোবাসার হয় মরণ ?

তোর দু'ঠোঁটের তাকে রাখা এখনো সেই হাসির বরফি  
এবারে বইমেলায় আসিস একসাথেই তুলব সেলফি।

তোর বুকের বাগানে ফোটে এখনো সুখেরই গোলাপ
কী করি বল! তুই ছাড়া কে দেবে আর বাঁচার উত্তাপ।

তোর চোখের পাতায় আছে হাজার খুশির ক্লোরোফিল
শিরদাঁড়াতে জোয়ার আসে; খুঁজি মোহনার অন্ত্যমিল।      
তোর কাছে অক্সিজেন আছে, আছে সুস্থ সুনীল আকাশ
ঘিরে থাকে তাই সারাক্ষণ তোর অস্তিত্বের অক্টোপাস ।



             ***** a****