.       তোমার মনের দোতলা ঘরে
             নাম কি তার
যে এখনো নিঝুম রাতে পায়চারি করে ?

        তোমার চোখের সাগর তীরে
              নাম কি তার
যে এখনো অনুভূতির ঢেউ হয়ে ফিরে ?
  
       তোমার প্রাণের উপত্যকা জুড়ে
               নাম কি তার
যে এখনো স্বপ্নেরই বীজ বপন করে ?

কিংবা তোমার মনখারাপের একলা রাতে
             নাম কি তার
যাকে তুমি নিজের মতো চাইছো সাথে?

জানি এ সব প্রশ্নের আর আসবে না উত্তর,
তবুও দুটি হৃদয়ে হেঁটে যাবে অবাধ্য ঝড়.....!!