উঠে দাঁড়ালেই কোমরে ক্যাঁত করে লাথি ।
আহা গণতন্ত্র ! তুমি চুপ থাকো― নইলে
এক কোপে খসাবে মাথা ক্ষুধার্ত চাপাতি ।
ঘুরে দাঁড়ালেই চর-থাপ্পড় কিংবা কিল-ঘুষি ।
আহা গণতন্ত্র ! তুমি এলাকা ছাড়ো― জানোই তো
হিংসারা চিরকাল রক্তপাতেই বেশি খুশি ।
ক্ষমতা এখন অরাজকতা চায় । লাগামহীন ।
আহা গণতন্ত্র ! তুমি গুটিয়ে নাও তল্পিতল্পা,
তোমার দেশেই তুমি এখন হারাচ্ছ জমিন ।
অনৈতিকতার সিঁড়ি বেয়ে হাঁটছে অবক্ষয় ।
আহা গণতন্ত্র ! তুমি কিভাবে করবে প্রতিরোধ ?
যদি না তোমায় বাঁচাতে সব মানুষ এক হয় ।
বৈরিতার বারুদ খুঁজছে আগুন বিপন্নতার ।
আহা গণতন্ত্র ! তুমি বুক পেতে দাও বন্দুকে,
এখানে বিবেক শেখেনি গান ঐক্যবদ্ধতার ।
✍️ ২৬.১১.২০১৯