তোমার ঠোঁটে আমার সব আগুন রেখে
দেশলাই কাঠির মতো আমিও নিভে যাবো একদিন।
তুমি প্রদীপ হয়ে জ্বলো
চারিপাশ আলোয় ভরিয়ে দাও
অন্ধকারের পিঠে খোদাই করে দাও
নতুন জীবন সংগ্রামের বাণী।
শুধু পারলে তোমারই আলোর নীচে
আধপোড়া শরীর নিয়ে কিছুক্ষণ থাকতে দিও আমায়।
আমি তোমার অন্ধকারের সঙ্গী হতে চাই।