ভ্রমরের শরীরের মতো
কোনো এক রাত্রিতে হয়তো তুমিও
আমার মতোই কিছু শিরোনামহীন মনখারাপি নিয়ে
দাঁড়াবে খোলা ছাদে।
আর সেদিনও হয়তো
আজকের মতো আকাশে ফুটবে না কোনো তারা।
উঠবে না চন্দন ফোঁটার মতো চাঁদ।
হাঁটবে না হাওয়ারাও মেঘের পালকি কাঁধে দূরে।
শুধু থাকবে আমার মতো
তোমারও চোখে কোণে একফোঁটা জল!
যে জলে ভাসবে স্মৃতির খেয়া।
সেদিন শুধু তুমি নিজেকে একটাই প্রশ্ন করো-
অসম্পূর্ণ প্রেমের গল্পটা কি বৃত্ত হতে পারত না?