আমার এ জিভ! নিষ্ঠুর নির্দয় ভাবে
গাছের পাতার মতো ছিঁড়ে নেবার আগে
আমি একটা কথাই বলতে চাই
আমার এ দুটি চোখ! দয়া–মায়াহীন ভাবে
গুগলির চাকতির মতো উপড়ে নেবার আগে
আমি একটা কথাই বলতে চাই
আমার এ দুটি হাত! দাম্ভিক বর্বর ভাবে
গাছের ডালের মতো ছেঁটে দেবার আগে
আমি শুধু একটা কথাই বলতে চাই―
তোমরা আমার কলম কেড়ে নিলেও,
আমার শরীর থেকে ঝরে পড়া
প্রতিটি রক্তের ফোঁটা আগুনের বীজ হয়ে
ফুটে উঠবে প্রতিবাদী মশালের ফণায় ফণায়।
*********