লাল-নীল কিংবা সাদা-কালো
নানান রঙের মাছের মতন
বন্দি হয়ে আছি এ পৃথিবীর অ্যাকোয়েরিয়ামে।
সারাদিন লাফালাফি ছুটাছুটি দৌড়ঝাঁপ
কখনো বা দীর্ঘশ্বাসের বুদবুদ সরিয়ে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া।
অথচ চিনামাটির মূর্তির মতো কাউকে
বলতে পারি না―
হৃদয়ের হিমঘরে মজুত থাকা কষ্টের কথা।
মেঘের সীমান্ত পেরিয়ে যাওয়া― মুক্তির কথা।