লাল নীল হলুদ
নানান রকমের রঙিন মাছ ।
ছোট শিশুর মতো ওরা খেলা করে
প্রেমিক-প্রেমিকার মতো পরস্পর কথা বলে ।
পাখনা নাড়ায়। জানান দেয় ভালোবাসার কথা ।
আবার কখনো বা ওরা দীর্ঘশ্বাসের ভুট তুলে
ধান শীষের মতো মাথা নিচু করে
আলগা অভিমানে ।
আসলে ঘুম না আসা প্রতিটি রাত জাগা চোখই তো
এক-একটা স্মৃতির অ্যাকোয়ারিয়াম ।