ক্লান্তির পিরামিডের ভেতর
যখন মমি হয় ব্যস্ততারা ।
একটা গ্রহণ লাগার মতো অন্ধকার
গায়ে জড়ায় নীরবতার পোশাক ।
চোখের উপর পর্বতারোহীদের মতো
তাঁবু ফেলে ঘুম। ভাঁটা পড়া নদীর মতো
ধীরে ধীরে শান্ত হয় কর্মমুখর গ্রাম শহর ।
ঘুমিয়ে যায় সারা পৃথিবী ।
শুধু জেগে থাকে
আকাশের গায়ে গোঁজা
নক্ষত্রের ভেতর আমাদের পূর্বপুরুষেরা ।