কলাপাতার নিচে ঘুমন্ত
শুঁয়োপোকাদের মতো শান্ত একটা গ্রাম ।
কাঁকড়া মাটির ঢিবির মতো ছোট ছোট ঘর ।
পাতাহীন মরা গাছের শুকনো ডালপালার মতো
ছড়ানো পথ । রসুনের কোয়ার মতো একসাথে
মিলেমিশে থাকা মানুষ জন।
ঘাস ফড়িং-এর ডানার মতো সরলতা ।
মাকড়সার জাল বোনার মতো নিস্তব্ধ কর্মব্যস্ততা ।
রোদের সাঁকো পেরিয়ে গোধূলি মেঘের মতো
ধীরে ধীরে আলপথ ধরে ঘরে ফেরা । কিংবা
শুকতারা প্রসব করা একটা সন্ধ্যার মতো শান্তি।
চোখের উঠোনে একের পর এক যখন
সাবান ফেনার বুদবুদের মতো ঘুরে বেড়ায়
জীবনের এই রঙিন দৃশ্যগুলো ।
হৃদয়ে জেগে ওঠে অপার এক সুখের সমুদ্র,
যার কাছে তখন জীবনের কষ্টগুলো হয়ে যায়
শিশির বিন্দুর মতো অতি ক্ষুদ্র ।