১
জানিনা কতটা প্রেম লেগে থাকে
অভিমানের অক্ষরে অক্ষরে,
জানালার পাশে বৃষ্টি কিন্তু চিরদিন
একটা হাতের অপেক্ষা করে।
২
বাহুবলী রোদ আজ পরাজিত হয়েছে
মেঘের চাদর সেলাই করছে হাওয়া,
বৃষ্টি মানেই আবারও অঙ্কুরিত প্রেম
শুধু তোমার কাছেই ছুটে যাওয়া ।।
৩
বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে,
বন্দি হয়ে আছি একলা ঘরে।
তৃতীয় শ্রেণীর কিশলয় বইয়ের
ভাঁজে রাখা; লাল পালকটার মতো
আজও তোমায় মনে পড়ে।
৪
মন তাকে পায় না! যাকে সে যখন চায়।
অভিমানের গর্ভে তবু ভালোবাসা জন্মায় ।।