তার মার্জিন টানা চোখ
বলছে ইশারায় কথা হোক
তার পলাশ রাঙা ঠোঁট
সারায় বুকের যত জখম চোট
তার মেঘের মতো চুল
মনকে করে তুলে ভীষণ ব্যাকুল
তার কণ্ঠে সুরের কোকিল
হৃদয় পথে নামায় প্রেমের মিছিল
তার বিশ্বাস মাখা আঙুল
ফোটায় শত রঙিন স্বপ্নের মুকুল
তার পাকা গমের মতো রঙ
দ্বিধাগুলো আজ দূরে যাক বরং
তার পূর্ণিমার মতো হাসি
দুটি প্রাণে বাজুক ভালোবাসার বাঁশি।