তোমারই চকচকে হাসির ছুরিতে
যখন অভিমানেরা খুন,
বুকের ভেতর আঁধার পোড়ায়
ভালোবাসার আগুন।
তোমারই রংচঙে কথার তুড়িতে
যখন স্বপ্নরা পায় বাঁচার আয়ু,
চোখের উপর রামধনু ওঠে;
বদলায় মনখারাপের জলবায়ু ।
তোমারই চিত-চোরা চোখের চাহনিতে
যখন হৃদয় হয় তোলপাড়,
সমস্ত শরীর জুড়ে উষ্ণতা হাঁটে
সম্পর্ক পূর্ণতা পেতে চায় বার বার ।
তোমারই চাঁদপানা মুখের শ্রী'তে
যখন একটু স্বস্তি পায় জীবন,
অনেক কষ্টরাই তো উবে যায়
সাদা এক কর্পূরের মতন ।
********