প্রতিটি দ্বীপের কাছে,
রহস্যময়তা মজুত আছে ।

#
সব রহস্য উন্মুক্ততার নাগাল পায় না;
নিজস্বতা বজায় রাখে অরণ্য তার ।
প্রতিটি সৌন্দর্যপুষ্ট দ্বীপ জড়িয়ে রাখে
গলায় আজও একটা নদীর মাফলার ।

#
হঠাৎ জোয়ারের মতো ফুলে ওঠে
যখন তোমার অভিমান আর ক্ষোভ,
ভরসার শ্বাসমূল দিয়ে ভালোবাসার
শ্বসন সম্পন্ন করে হৃদয়ের ম্যানগ্রোভ।

#
রোদের লিপি ঝলমল করে
আজও যখন নদীর পিঠে।
ভালোলাগার খুশিগুলো
বাঁধা পড়ে তখন মনের গিঁটে।

#
তোমার হৃদয় অরণ্যে
ভালোবাসার রহস্যভেদ করতে করতে
আমি আবিষ্কার করে ফেলি নিজেকেই।