১
দুটি চোখ পায় তখনই অনিদ্রার সার্টিফিকেট।
যখনই হৃদয়টারে বিদ্ধ করে ভালোবাসার বুলেট।।
২
কিছু ছবির হোক না যতই ব্যাখ্যা
তবু শব্দ পড়ে যায় কম,
কিছু সৌন্দর্য তো হিরের মতো
হৃদয় কাটতেও সক্ষম।
৩
ও চোখে আছে মন হারাবার দ্বীপ।
স্পর্শতায় জ্বলে ভালোবাসার প্রদীপ।।