দিনের বৃন্ত থেকে ব্যস্ততার পাঁপড়ি
ঝরে যাওয়ার পর―
যতবার খোলা ছাদে গিয়ে দাঁড়াই,
আকাশের দিকে তাকিয়ে চাঁদ খুঁজি।
খুঁজি মেঘের কারাগার ভেঙে
একটুকরো আলোর অস্তিত্ব।
যে আলোয় জড়িয়ে থাকবে তুমি;
জড়িয়ে থাকবে আমাদের প্রেম
আমাদের অনাবিষ্কৃত অনুভবের অঙ্কুর ।
অথচ তোমায় হারানোর পর―
দুটি চোখেই বাসা বেঁধে আছে ঘোর অমানিশা,
প্রসব করছে ফসল কাটা মাঠের মতো শূন্যতা।
*******