তোমার ঠোঁটের বারান্দায় থাকুক হাসির পায়রা,
কষ্ট গুলো তরল হোক; সঙ্গী হোক আবার স্বপ্নরা।
তোমার চোখের কিনারায় ভাসুক প্রেমেরই তরী,
ক্লান্তি গুলো মুছে যাক; মেলুক সুখেরা তার পাপড়ি।
স্মৃতির মাঝে প্রীতিরা বাঁচে; প্রীতির মাঝে জীবন,
যে গেছে যাক না দূরে, নতুন করে সাজিয়ে নিও মন।
জয়-পরাজয় মেনে নিতে হয়; মানিয়ে নিতে হয় পরিস্থিতি,
জেনো গভীর অন্ধকারেও থাকে কিছু জোনাকির উপস্থিতি।
সে জোনাকিরা তোমার বন্ধু হতে চায় যদি বাড়াও হাত,
রাতের প্রাচীর পেরিয়ে সেও আনবে তোমার জন্য সুপ্রভাত।