সমন্বয়ের সংসারে লঙ্কার ধোঁয়া হয়ে
ফড়িং-এর মতো ঘুর পাক খাচ্ছে ধর্মান্ধতা !  
ষড়যন্ত্রের কারাগারে সন্দেহের হাতকড়া পরে
বসে আছে শুভবোধ !  

মুল্যবোধের শরীর ঈগলের মতো
ছিঁড়ে খাচ্ছে মূঢ়তার ঠোঁট ।
ভীরুতার ঝোলায় প্রতিবাদের হাড়গোড়
জমাতে জমাতে দিব্যি এগিয়ে যাচ্ছে যাপিত জীবন ।
অভ্যাস হয়ে গেছে আমাদের আজ
রক্তে পা ডুবিয়ে হাঁটা । গা সওয়া হয়ে গেছে
বুকের ব্ল্যাকবোর্ডে অবমাননার স্বাক্ষর নিয়ে―
আর্তনাদের মানচিত্রে কান্না নদীর প্রবাহমানতা দেখতে ।
কিংবা  লাশের পর লাশ পাশ কাটিয়ে আত্মকেন্দ্রিকতার
অভিমুখে চলতে।  

মাছের চোখের মতো আমাদের দু'চোখ খোলা  
অথচ অনেকদিন হল মুখ কাঁথার মতো
সেলাই করা নীরবতার সুতোয় ।  

চারিপাশের আলোর জমিন অধিকৃত,
অন্ধকারের মাথায় হাসছে বিজয়ী মুকুট ।


@@####@@