চোখের জলে দু'হাত ধুয়ে
বুকের রক্তে আঙুল ডুবিয়ে
যন্ত্রণা দিয়ে ত্যাগ দিয়ে ধৈর্য দিয়ে লিখছি,
আজ আমরা লিখছি―
একটা একুশ পাতার বই ।
যার ভেতর ফুটে উঠছে ―
সময়ের বৃন্ত থেকে শত শত জীবনের
ফুলের মতো ঝরে যাওয়ার কথা ।
বাঘের নখের মতো অভাবের তীক্ষ্ণ আঁচড়ে
ক্ষতবিক্ষত হওয়ার কথা । কখনো বা
অস্বস্তি-অনিদ্রা-আতঙ্কের ঝোপ-ঝাড় জঙ্গল পেরিয়ে
দৃঢ় সংকল্পের হাত ধরে সংকটের শুষ্ক পথ
মাড়িয়ে যাওয়ার কথা ।
তবে ভরসা শুধুই
এ বইয়ের শেষ পাতায় আমরা
ঠিকই লিখব― একটা যুদ্ধ জেতার গান,
সভ্যতার মাথায় সাফল্যের মুকুট পরানোর
মহামিলনের ঐক্যতান ।
✍️৩১.০৩.২০২০