বোমা–বুলেট-বারুদের নৈবদ্য,
সাথে হুমকি-ধমকি-শাসানির মন্ত্র।
রক্ত ও কান্নার জল ছিটিয়ে; দিব্যি
সাড়ম্বরে পূজিত হচ্ছে আজ গণতন্ত্র।
বুকের উপর শাণিত ছোরার কোপ
ষড়যন্ত্র যেন ইঞ্চিতে ইঞ্চিতে মাপা।
লাশেরই সিঁড়ি বেয়ে হাঁটছে ক্ষমতা
ব্যালটের উপর পড়ছে অবাধে ছাপ্পা।
বাইক মিছিল; মুখেতে গামছা বাঁধা
অধিকার অপহরণে চলছে তাণ্ডব।
মাথা ফাটুক। কপাল ফাটুক। হাত-পা
ভাঙুক; তবুও থাকতে হবে নীরব?
সংবিধান যদিও শান্তির কথা বলে,
দুষ্কৃতীরা তার বুকে বসায় শোষণযন্ত্র ।
মানুষ কেটে টুকরো টুকরো মাংস
বিলিয়ে দেওয়াই আজকের গণতন্ত্র।
********