মাছ মাংস ডিম
ভাতের পাশে থাকলে অবহেলিত হয়
ডাল শুক্তো পুঁইডাঁটার চচ্চড়ি

অহংকার একটি আমিষ শব্দ

মনের পাশে থাকলে
সে গলা টিপে মারে
নম্রতা ভদ্রতা সহনশীলতা কে

নিজেকে জাহির করে শ্রেষ্ঠত্বের ।


        *****