বিনুনির মতো কালো পিচের রাস্তাগুলো
এখন একাই থাক।
ফসল কাটা মাঠের মতো ফাঁকাই থাক
সব প্লাটফর্ম বাসস্ট্যান্ড বাজার।
আড্ডা জলসা জমায়েত সব এখন
নোঙর ফেলুক বিশ্রামের বন্দরে।
এমনকি তুমিও নিজেকে মুড়ে নাও
চার দেওয়ালের চাদরে ।

শুধু মনে রেখো―
অদৃশ্য শত্রু অদৃশ্য হবেই তোমার অদৃশ্যতা দেখে।

✍️৩০.০৩.২০২০