স্বপ্ন গুলো কারাগারে বন্দি
বৃথাই পথ হাতড়ায়।
যেন নিষ্কৃতি নেই কারুরই
যতক্ষণ না পরিণত হচ্ছো ছোবড়ায় ।
পৃথিবীটা আজ
আখের রস নিষ্কাশিত মেশিনের মতো!
সবার বুকে তাই ছোট বড় ব্যথার ক্ষত।
ওরা সারাক্ষণ প্রতারণা নামক
দুটি লোহার চাকার মাঝে
একের পর এক সকলকেই
ঢুকিয়ে দিচ্ছে আজ খুব সহজে।
আর নিকড়ে নিচ্ছে
একটু একটু করে প্রতি পদে পদে
সব সঞ্চিত রস ।
তুমি আর্তনাদ করছো
অথচ কেউ শুনতে পাচ্ছে না ।
পাবেও না !
কেননা- এ মেশিনের চাকায় ওরা
লাগিয়ে রেখেছে ওদের অট্টহাসির ঘুঙুর ।
*********