লাঞ্চের পূর্বে তোমার এক স্লাইস হাসি ভেবে
শেষ করি সময়ের নামতা।
উন্মাদ ! উন্মাদ !

আমার শিলামাটির মগজে আড্ডা দেয়
তোমার ওড়নার সুগন্ধি-কাজলের হাসি।
ইয়ার্কি ! ইয়ার্কি !

আর আরশোলা ছেড়ে অভিমান ভাঙ্গাতে
চাইনা বলেই এসব আজে-বাজে লিখি।
চালাকি ! চালাকি !

নীল ডুরে শাড়ী পড়ে রৌদের নিয়মে দিও ঝাপটা
আমার বারুদ বোঝাই বুকের অলিন্দে।
উফঃ, কি প্রেম! কি প্রেম!