কেন বায়না করছো!
আমি সেই ফুটপাত কোথায় পাবো?
সেই মাপের আকাশ,
তোমার লজ্জার প্রথম মানুষ।।
ধূলো ঝড়ে তোমার চুলে আটকে পড়া
শুকনো পাতার খলখলানি,
বৃষ্টি ভেজা বুকের দুয়োর দেখে হাসা পথযাত্রী
মগজে দেওয়া শিহরণের বাঁজে কথার সেই বান্ধবী।
কোথায় পাবো যৌবন ধরে রাখার দেয়াল লিখন
এক টিকেটে দুই সিনেমার ছেঁড়া পোষ্টার,
কোথায় পাবো শেকলে বাঁধা হিরো সাইকেল
অফিস ফেরা ছোট্ট শহর।
কোথায় পাবো ফ্রক পড়া দুরন্ত পাজি সেই মেয়েটি
যে মেয়েটা এখন অবদি আমার জন্যেই বায়না ধরে।।