বনানীর বুকে নাকি সেই যশের মন্দির
জাফরান আলো মাখে তার নব-বিবাহিতা পথ,
রাতের আলো ফিকে হলেই
সে কংক্রীটের পাহাড় হয়ে যায়!
তাইতো মোমের মিনার হতে
আমি শুধু তার সবুজ দেখতে পাই।
তবুও বৃক্ষের মত যুক্তিহীন দাঁড়িয়ে থাকি আমি
মুদে থাকি আশ্রয়হীন বুড়ো বুনো-হাঁসের মত,
তেলাপোকার পিরামিড দেখতে
বেগার-খাটি লিপ ইয়ার অবদি!
পরিশেষে শীর্ণ মোমবাতি হয়ে
ভাঁড়ের মত হেসে ফিরি, বয়সের ভিড়ে।।