আমি বিশ্বখ্যাত জন্মান্ধ,
আমার গতিপথে যে
আলোর বিচ্চুরন স্হির।
আমি কখনই
আলোর সাথে ঠোঁটের
রংমিলান্তি খেলতে চাইনা।
আমি চাই হাতের স্পর্শেই
পৃথিবীটাকে একভাগ জল আর
তিনভাগ স্হলে পরিনত করতে।
আমিতো কঠিনের কাছেই শিখেছি
সহজ কতটা দূর্লভ,
আমি যে স্নেহের চোখে দেখেছি
ত্যাগের অবাক রুদ্র রুপ!
বলছি,
জ্ঞানের পরিধি বাড়িয়ে লাভ কি,
যদি ইচ্ছের পরিধি হয় ক্ষীন!